নার্গিস আখতার
আমাদের দেখা হবে কোন একদিন।
হয়তো সূর্যের প্রথম আলোয়, কোন রাঙা প্রভাতে,
অথবা পড়ন্ত বিকেলের সোনালী বেলায়
যখন হাঁসগুলো নদীর জলে ছবি এঁকে ফেরে বাড়ির পথে।
আমাদের দেখা হবে কোন একদিন।
হয়তো সেদিন বসন্তের রঙ ছড়াবে দিকে দিকে,
অথবা পাতাঝড়া দিনের শেষে
শীতের নরম রোদের স্নিগ্ধতায়।
আমাদের দেখা হবে কোন একদিন।
হয়তো ঝুম বৃষ্টিতে ভিজে কোন বারান্দায় দাঁড়িয়ে এক কলিং বেলে,
অথবা চলন্ত বাসে কিংবা ট্রেনে বহু মানুষের ভিড়ে,
আমরা দুজন নির্বাক মুখোমুখি।
আমাদের দেখা হবে কোন একদিন।
হয়তো কোন ঔষধ চেয়ে একই ফার্মেসিতে
হাতে প্রেসক্রিপশন নিয়ে।
অথবা কোন টঙের দোকানে গরম চায়ের খোঁজে।
আমাদের দেখা হবে কোন একদিন
হয়তো, সে দিন হবে শান্ত, রবে বৃষ্টিভেজা সবুজ বৃক্ষরাজি,
মৃদু বাতাসে করবে খেলা ফড়িংয়ের দল।
অথবা সময়ের হাত ধরে শত বছর পেরিয়ে,
কোন অনুষ্ঠান ছাড়াই আমাদের দেখা হবে।
জমে থাকা প্রশ্নগুলো ভিড় জমাবে,
দুজনে মিলে খুঁজে নিব সহজ উত্তর।
আমাদের দেখা হবে কোন একদিন।
No Comments